পড়াশোনা
এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

এসএসসি ও সমমানের ২০২১ সালের পরীক্ষায় অটোপাসের দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। জেএসসি বা নবম শ্রেণীর ফলাফলের ভিত্তিতে এসএসসি পরীক্ষা বাতিল করার জন্য মানববন্ধন করছে এসএসসি পরীক্ষার্থীরা।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ফারহান নামে এক শিক্ষার্থী বলে, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা। ২০২০ সাল পুরাটাই গেছে করোনার ভিতর দিয়ে। এ সময়ে কোনো ক্লাস, প্র্যাকটিক্যালে অংশ নেওয়া হয়নি। অনলাইনে যে ক্লাস নেওয়া হয়েছে তাতে সবাই অংশগ্রহণ করতে পারেনি। এ কারণে পরীক্ষা নিলে অধিকাংশ পরীক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে না।
মানববন্ধনে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরা দাবি করে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। এই ব্যাচটির পুরো দুই বছর ক্লাস, টেস্ট পরীক্ষা সহ সবদিক থেকেই প্রস্তুতি ছিল। কিন্তু আমরা এক বছর ক্লাসের বাইরে ছিলাম। এরপরেও পরীক্ষা নিতে চাই শিক্ষা মন্ত্রণালয়।
আবিদুর রহমান নামে একজন শিক্ষার্থী বলে, প্রায় ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষা নিয়ে অশান্তিতে রয়েছে।তাই তাদের এই অশান্তি দূর করতে পিএসসি ও জেএসসি ফলাফল অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হোক।
সে আরো বলে, জুনে পরীক্ষা দেওয়ার আগেই যদি আমি করোনা পজিটিভ হই তাহলে আমাকে তো কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পজিটিভ হলে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। তখন তো পরীক্ষা স্থগিত থাকবে না। তাহলে যে পরীক্ষার্থী করোনাই আক্রান্ত হবে তার কি হবে?
অটোপাসের দাবিতে গত জানুয়ারিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও কুড়িল সহ দেশেও বিভিন্ন বিভিন্ন স্থানে মানববন্ধন, সড়ক অবরোধ ও নানারকম কর্মসূচি পালন করে।