খেলাধুলা
প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম জয় তুলে নিলো পাকিস্তান।

১৪ ফেব্রুয়ারি রোববার লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ সিরিজ জিতে রেকর্ড গড়ে পাকিস্তান। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম জয় পায় তারা। সিরিজ জয়ের পাশাপাশি এই রেকর্ড গড়ে।
কিউইদের বিপক্ষে জয়ের পর পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঐতিহাসিক মুহূর্তটির কথা ঘোষণা করে।
আইসিসি তাদের বিবৃতিতে জানায়, লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে তাদের বিজয়ের সংখ্যা দাঁড়ালো ১০০তম।
প্রথম পুরুষ দল হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের সেঞ্চুরি করলো পাকিস্তান।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে ২-১ সিরিজ জয় করে পাকিস্তান। সিরিজ নির্ধারনী ম্যাচে শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখালো বাবর শিবির।
লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে ডেভিড মিলারের ঝড়ে ৮ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৬ উইকেটে ৪ বল হাতে রেখে জয় পায় বাবর শিবির।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৪৪ করে অধিনায়ক বাবর আজম। ওপেনার রেজওয়ান করেন ৩০ বলে ৪২ রান। শেষ দিকে হাসান আলীর ৭ বলে ২০ রান ও মোহাম্মদন নওয়াজ থাকেন অপরাজিত। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন তাবরেইজ শামসি।
এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার। তিনি করেন ৪৫ বলে ৮৫ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন জাহিদ মাহমুদ। নওয়াজ ও হাসান আলি নেন ২টি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে প্রথম কোনো পুরুষ দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচ জয় করলো।