খেলাধুলা
একজন সেট ব্যাটসম্যান হয়েও কেন রিভিউ নিলেন না সাদমান ইসলাম ?

শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ , তামিমের সাথে ওপেনিং করেন সাদমান ইসলাম তামিম ব্যক্তিগত ৯ রানে আউট হলেও , সাদমান ইসলাম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে নিজের ব্যাট দ্বারা ভালোই শাসন করেছিলেন , কিন্তু জমেল এয়ারিক্যান এর বলের ফাঁদে পড়েন সাদমান ইসলাম , এলবিডব্লিউ তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়ে সাদমান ইসলামকে ।
তবে সন্দেহ থাকার পরেও কেনো রিভিউ নিলেন না সাদমান ইসলাম , চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের এই হাফ সেঞ্চুরিয়ান নিজে নিশ্চিত ছিলেন তিনি আউট , আর এজন্যই মুশফিককে রিভিউ নিতে বাধা দেন সাদমান ইসলাম । নিজের এমন ভুলের পরেও নিজের দলের বড় স্কোরের স্বপ্ন দেখছেন এই ওপেনার । অপরদিকে স্বাগতিকদের ৩০০ এর নিচে অলআউট করতে চেয়েছিল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ।
কখনো কখনো কিছু ছোট ভুল মানুষকে দাঁড় করায় কাঠগড়ায় এবং সৃষ্টি করে নানা প্রশ্নের , এই যেমনটি সাদমান ইসলাম এর লেগ বিফোর । যখন তিনি আউট হন তখন ৫৯ রানের সেট ব্যাটসম্যান তিনি এবং দলের ৫৭ ওভার । জোয়েল ওয়ারিক্যান বলে আবেদন হলে আউট দিনের আম্পায়ার , তখন অপর প্রান্তের মুশফিকুর রহিমের সাথে কিছুক্ষণ কথা বলে শেষমেষ রিভিউ না নিয়েই সাজঘরে ফিরে গেলেন তিনি । কিন্তু পরক্ষণেই টিভি রিভিউ তে দেখা গেল বল চলে যাচ্ছে লেগ স্টাম্প এর অনেক বাইরে ।
বাঁহাতি এই স্পিনারের বল ট্রার্ন করছিল অনেক , এটা জেনেও কেন রিভিউটা নিলেন না সাদমান ইসলাম?
সাদমান ইসলাম বলেন :- রিভিউ তো অবশ্যই নেওয়া উচিত ছিল , মুশফিক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে বল টা কেমন হয়েছে আমার কাছে মনে হয়েছিল এটা এল লাইন তাই পরবর্তীতে রিভিউ নেওয়া হয়নি ।
এটা সত্য যে প্লেয়ার তো মাঠে বসে আর রিভিউ দেখে না তবে এখন তো এক ইনিংসে তিনটা রিভিউ থাকে সেটা হাতে রেখেই বা কি লাভ হতো ? এই অংকটাই হয়তো মাঠে বসে কসতে পারেনি মুশফিক ও সাদমান ।
তবে ওপেনারদের ভুলতে থাকা হাফ সেঞ্চুরির ফিরিয়ে এনেছেন সাদমান ইসলাম এটাই অনেক টানা ১০ ইনিংস পরে কোন ওপেনার হাফসেঞ্চুরি এর মুখ দেখল ,তবে ভুলটা না হলে হয়তো দলের সাথে নিজের রানের সংখ্যা টাও অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল ।