খেলাধুলা
নতুন রেকর্ড করে বোল্ড আউট হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল।

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। তবে আউট হয়ে ফিরে গেলেও টেস্টে সর্বাধিক রানের রেকর্ড গড়ে গেছেন তিনি।
চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সফরকারীরা ৩ পেসার রাখলেও স্বাগতিকরা রেখেছে ১ পেসার। আর শুরুর ধাক্কাটা নিয়ে এসেছে পেসার কেমার রোচ। তার ভিতরে ঢুকে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না হওয়ার ফলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে আঘাত আনে স্ট্যাম্পে! তামিম ফিরেছেন ৯ রান করে। ৯ রানের মধ্যে চার মেরেছে দুটি, তবে আউট হওয়ার আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছে মুশফিকুর রহিমকে। তামিমের রান ৪৪১৪। মুশফিকের রান ৪৪১৩। ফলে মুশফিকের সুযোগ থাকছে পুনরায় তামিমকে পেছনে ফেলার। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিলো গত বছরে ফেব্রুয়ারীতে। সেখান থেকে পরিবর্তন আনা হয়েছে চারটি। দলে ফিরেছেন সাদমান ও সাকিব আল হাসান। রয়েছেন মেহেদী হাসান। বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হচ্ছে তিনজনের। বনার, মেয়ার্স ও মোসেলের অভিষেক হচ্ছে এ টেস্ট দিয়ে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ২ উইকেটে ৯২ রান। ব্যাটে আছেন সাদমান ইসলাম (৩৬*) ও মুমিনুল হক (১৭*)।