খেলাধুলা
'অনেক দিন পর' ম্যাচ সেরা মিরাজ

সিরিজ শুরু হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছেন। তবে পারফরম্যান্সেও তা ফুটিয়ে তুলেছেন এই তরুণ অফ স্পিনার। করেছেন ক্যারিয়ারের সেরা বোলিং। ম্যাচসেরা হয়ে উচ্ছ্বসিত মিরাজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরাজ নেন ২৫ রানে ৪ উইকেট। মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং ছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবার ছিলো ২৯ রানে ৪ উইকেট। কিন্তু আবার সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করলেন ক্যারিয়ার সেরা বোলিং, মাত্র ২৫ রানে নিলেন ৪ উইকেট।
২০১৮ সালের ডিসেম্বরে সিলেটের একদিনের ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেন মেহেদী হাসান মিরাজ। তারপর এই প্রথম আবারও পেলেন পুরস্কারটি। ম্যান অব দ্য ম্যাচ হয়ে মিরাজ উচ্ছ্বসিত।
প্রথম ম্যাচে খারাপ বল করেননি মিরাজ। তবে ৭ ওভার বল করে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট। তার লক্ষ্য ছিল আরো ভালো কিছু করার।
"অবশ্যই আমি খুব খুশি, অনেকদিন পর আবারও ম্যান অফ দ্যা ম্যাচ এর ট্রফিটি হাতে পেয়েছি। অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। আমি সত্যিই খুব উচ্ছ্বসিত।"
"প্রথম ম্যাচে আমি ভালো বল করিনি। তাই দ্বিতীয় ম্যাচের শক্তভাবে ঘুরে দাঁড়াতে চেয়েছি। সিনিয়রদের সাথে কথা বলেছি, টিম ম্যানেজমেন্ট এর সাথে কথা বলেছি। স্পিন কোচ সোহেল ভাইয়ের সাথে অনেক কথা বলেছি। তিনি বলেছেন ঠিক জায়গায় বল করতে। সব মিলিয়ে এ ম্যাচে সাফল্য পেয়েছি।"
তরুণদের মধ্যে থেকে অনেকেই এগিয়ে আসছে ওয়ানডেতে। তাই নিজের জায়গায় থাকতে লড়াই করতে হচ্ছে মিরাজকে। এই লড়াইয়ের সময়ে পাশে পাচ্ছেন অধিনায়ক তামিম ইকবালকে।
"তামিম ভাই দলের সিনিয়র প্লেয়ার, তিনি সব সময় প্রেরণা জোগান। বিপিএলে আমরা একসঙ্গে খেলেছি। তিনি সব সময় আমাকে সমর্থন করেছেন।