খেলাধুলা
সিরিজের সূচনালগ্নেই এ যেন এক অপ্রতিরোধ্য বাংলাদেশ

অনেকদিন ধরেই ক্রিকেট পড়ায় এক রিক্ত হাহাকার বিরাজ করছিল, আর এই নিস্তব্ধতা ভেঙেছে দীর্ঘ ৩১৩ দিন পর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে।
ওয়েস্ট ইন্ডিজ এক নব্য দল নিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছে বেশ কিছুদিন আগেই প্রস্তুতি ম্যাচে সমাপ্তি ঘটিয়ে আজ মাঠে গড়িয়েছিল সিরিজের প্রথম ম্যাচ, আরে সিরিজের প্রথম ম্যাচে এ যেন এক বিধ্বংসী বাংলাদেশ, সকাল ১১:৩০ এ ম্যাচটি মাঠে গড়াবার পর থেকেই পুরো ম্যাচেই কর্তৃত্ব বজায় রেখেছিল টিম বাংলাদেশ।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান,আর এতেই ওয়েস্ট ইন্ডিজ টিম এর জন্য জায়েন্ট হয়ে উঠেছে সাকিব আল হাসান, দুমড়ে-মুচড়ে দিয়েছে পুরো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং অর্ডার কে। ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই প্রথম উইকেটের দেখা পান শাকিব, দুর্দান্ত এক ডেলিভারিতে অ্যান্ড্রে ম্যাকার্থি কে বোল্ড করেন তিনি। চার উইকেট নেওয়ার জন্য তাকে খরচ করতে হয়েছে মাত্র ৮ রান, এছাড়াও হাসান-মাহমুদ ৩ এবং মুস্তাফিজুর রহমান ২ উইকেট নিয়েছেন।
শুরুতেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, খেলা মাঠে গড়ানোর কিছুক্ষণ পরেই দেখা দেয় বৃষ্টি। তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৫ রান, বৃষ্টির সমাপ্তির সাথে সাথে পুনরায় মাঠে গড়ায় ম্যাচটি, ওয়েস্ট ইন্ডিজের নব্য এ দলটির ১২৩ রান সংগ্রহ করতেই তাদের সবকটি উইকেট খরচ করতে হয়।
খেলার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনিং করেন তামিম ইকবাল ও লিটন দাস, লিটন দাস ব্যক্তিগত ১৪ রানে আউট হলে তৃতীয় স্থানে ব্যাটিংয়ে নামে নাজমুল হোসেন শান্ত কিন্তু তিনি ওয়েস্ট ইন্ডিজের সামনে শক্ত ভিত্তি হিসেবে দাঁড়াতে পারেননি ব্যক্তিগত ১ রানে তাকে সাজঘরের পথ দেখান জেসন মোহাম্মদ, তামিম ইকবাল ব্যক্তিগত ৪৪ রানে আউট হলে মেসের ফিনিশিং টাচ দেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিবের অপরাজিত ১৯ এবং মুশফিকের ৮ রান, আর এতেই সহজ লক্ষ্য তিরে পৌঁছে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি উইকেট নেন আকেল হোসাইন এবং একটি উইকেট সংগ্রহ করেন জেসন মোহাম্মদ।