খেলাধুলা
ক্রিকেটপাড়ার পুরো ৩১২ দিনের স্তব্ধতা ভাঙতে চলেছে, কি কি নতুন চমক থাকছে?

মহামারী করোনাভাইরাস এর কারণে অনেকদিন ধরে স্তব্ধ হয়ে আছে ক্রিকেটাঙ্গন, আর এই স্তব্ধতার অবসান ঘটাতে চলেছে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি। যদিও থাকচেনা সেই চিরচেনা দর্শকের সমাগম।
ক্রিকেটে ম্যাচে আজকের ব্যাটিং অর্ডারে থাকছে অনেক বড় পরিবর্তন, আর এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে সাকিব আল হাসান এটি নিশ্চিত করেছে বাংলাদেশের বর্তমান ওডিআই অধিনায়ক তামিম ইকবাল খান। যদিও বরাবরের মতোই এই সিরিজে জায়গা হয়নি ইমরুল কায়েসের।
সদ্য সমাপ্তি ঘটেছে অস্ট্রেলিয়া বনাম ভারত সিরিজ আর এ সিরিজে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে নাস্তানাবুদ করেছে টিম ভারত, প্রতিটি দল তাদের নিজস্ব ভঙ্গিতে দলকে সাজিয়ে দর্শকনন্দিত খেলা প্রদর্শন করে দেখিয়েছে। অথচ বাংলাদেশের কোন ক্রিকেট ক্রিকেট সিরিজ শুরু হওয়ার আগেই বিচরণ করে নানা অস্থিরতা, আলোচনা ও সমালোচনা। কিন্তু এবার নিজেদের শক্তিমত্তা কে কাজে লাগিয়ে স্বতন্ত্র ক্রিকেট খেলা উপহার দিতে বদ্ধপরিকর ওডিআই অধিনায়ক তামিম ইকবাল।
ছয় বছরেরও অধিক সময়ের ব্যবধানে কোন নতুন অধিনায়ক এর নেতৃত্বে ঘরের মাঠে ওডিআই ক্রিকেট খেলবে টিম বাংলাদেশ, আর এমন একটি ম্যাচে মিরপুর স্টেডিয়াম থাকবে দর্শকশূন্য, থাকবে না সেই চিরচেনা মানুষের কোলাহল।
২০১৪ সালের ২১ নভেম্বর বাংলাদেশের ক্রিকেটের শুরু হয়েছিল মাশরাফি বিন মর্তুজা নামক অধ্যায়ের, কালের পরিক্রমায় দীর্ঘ ৬ বছর ২ মাস পর এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে, নতুন অধ্যায়ে পদার্পণ করছে বাংলাদেশ তামিম ইকবালের নেতৃত্বে।
করোনা ভাইরাসের কারণে মিরপুর স্টেডিয়াম স্তব্ধ হয়েছিল পুরো ৩১২ দিন, করোনা মহামারীর পারে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হচ্ছে বাংলাদেশের, আর তাতেই ভিন্ন রকম এক অভিজ্ঞতার সাক্ষী হবে মিরপুরের হোম অফ ক্রিকেট।