সর্বশেষ
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্লে স্টোরে জায়গা পাচ্ছে গ্যাম্বলিং অ্যাপ ।

গুগল প্লে স্টোরে Gambling অ্যাপ নিয়ে আলোচনা-সমালোচনা যেন লেগেই ছিল , যার ফলপ্রেক্ষিতে বিগত কয়েক মাস আগে , একাধি gambling ( জুয়া ) অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগোল । যার জন্য ভারত সহ বিভিন্ন দেশের অ্যান্ড্রয়েড ফোন ইউজার গুগল প্লে স্টোর থেকে তাদের গ্যাম্বলিং অ্যাপ ইনস্টল অথবা আপডেট করতে অসক্ষম হয়ে আসছিল , যার ফলপ্রেক্ষিতে এ সকল দেশের গ্যাম্বেলিং গেমিং অ্যাপ ইউজারদের মনে ক্ষোভের কমতি ছিল না । এছাড়াও ক্ষোভ প্রকাশ করে আসছিল বিভিন্ন দেশের এই সব অ্যাপ ডেভলপার গন ।
তবে গ্যাম্বেলিং অ্যাপ ইউজারদের মনে শীঘ্রই খুশির সুবাতাস প্রবাহিত হতে চলেছে কেননা ইন্টারনেট জায়েন্ট এ কোম্পানির এ সকল গ্যাম্বলিং অ্যাপের প্রতি তাদের মতাদর্শ পরিবর্তিত করতে চলেছে ।রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে বলা যায় গুগোল ঘোষণা করেছে যে আগামী কয়েক মাসের মধ্যে গুগল প্লে স্টোরে কিছু গ্যাম্বলিং অ্যাপ প্রদর্শিত হবে , অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজার এসকল অ্যাপ ব্যবহার করতে পারবেন ।
তবে এটাও জানিয়ে রাখা ভাল যে সকল এন্ড্রয়েড ইউজাররা এসকল Access পাবেন না । কারণ পৃথিবীর সকল দেশের এসকল অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুমোদন দেওয়া হচ্ছে না ।
যে সকল দেশে এই গেমবেলিং অ্যাপ ব্যবহার করতে পারবেন :- মার্কিন যুক্তরাষ্ট্র , স্পেন , সুইডেন , রোমানিয়া , নরওয়ে , নিউজিল্যান্ড , জাপান , জার্মানি , মেক্সিকো , ফিনল্যান্ড , কানাডা , কলম্বিয়া , নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া , বেলজিয়াম , কলম্বিয়া , ডেনমার্ক । অর্থাৎ পৃথিবীর এই ১৫ টি দিয়ে শুধু এই অ্যাপ গুলো ব্যবহার করতে পারবে ।
ইতিপূর্বে ব্রাজিল , ফ্রান্স , আইল্যান্ড , যুক্তরাষ্ট্রে এ চারটি দেশে এসব গেমের অনুমোদন দেয়া হয়েছিল । এবং এর সাথে এখন যুক্ত হলো আরো ১৫ টি দেশ ।তবে এই সম্পর্কে গুগল জানিয়েছে কোন দেশে এই অ্যাপ গুলো অনুমোদন দেওয়ার আগে সে দেশের আইন এর সাথে যথাযথ সামঞ্জস্যতা বজায় রাখা হবে । তবে এ সকালে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে থাকতে হলে কিছু নিয়ম মানতে হবে যেমন প্লে স্টোরে থাকতে হলে এটি নিশ্চিত করতে হবে যে তাদের কাছে সরকারের অনুমোদন আছে ।