সর্বশেষ
এবার আইসক্রিমের মধ্যে করোনাভাইরাস ( কভিড- ১৯ )

করোনাভাইরাস শুধু মানুষের দেহে প্রবেশ করবে এটা নয় । এবার আইসক্রিমের মধ্যে পাওয়া গেল করোনাভাইরাস (কভিড-১৯)
সম্প্রতি পূর্ব চীনের একটি আইসক্রিম উৎপাদন ফ্যাক্টরিতে আইসক্রিমের মধ্যে পাওয়া গেছে করোনাভাইরাস। যার কারণে এই ফ্যাক্টরিতে এখন সিল মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, বাইজিং সংলগ্ন পৌরসভা তিয়ানজিনে অবস্থিত দাকিয়াওদাও ফুড কোং লিমিটেড নামে এই কোম্পানির আইসক্রিম আপাতত বাজার থেকে সব চালান সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়াও নগর প্রশাসনের এক বিবৃতি তে জানানো হয় , এই কোম্পানির যত শ্রমিক ছিল তাদের শরীরের করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই কোম্পানির কোন শ্রমিকের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
তবে জানা গেছে এই কোম্পানির আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়েছে নিউজিল্যান্ড থেকে আমদানি করা গুঁড়ো দুধ ও ইউক্রেনের হুই পাউডার।
এখন পর্যন্ত জানা যায় নি আইসক্রিমের মধ্যে করোনাভাইরাস কোথায় থেকে আসলো।