আন্তর্জাতিক
করোনার ভ্যাকসিন নিলে ৮৫০০ টাকা দেবে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার।

করোনা মহামারীতে আতঙ্কে কাঁপছিল পুরো পৃথিবী। কবে আসবে এই ভাইরাস নির্মূল করা ঔষধ বা ভ্যাকসিন?এমন প্রশ্নের গোড়া ভেঙ্গে করোনা ভ্যাকসিন এখন সমগ্র পৃথিবীতে।
করোনার দ্বিতীয় ধাপ সামলাতে প্রস্তুত সমগ্র বিশ্ববাসী। প্রায় প্রতিটি দেশে পৌঁছে গেছে করোনার এই ভ্যাকসিন। শুরু হয়ে গেছে টিকাদান। যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার এই করোনাভাইরাস থেকে বাঁচতে ভ্যাকসিন গ্রহণ করলে কর্মীদের ১০০ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় সাড়ে আট হাজার টাকা
তবে এমন ঘোষণা শুধু যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার না যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছে তাদের কর্মীরা ভ্যাকসিন নিলে তাদের পুরস্কার দেওয়া হবে। যেমন বাহারি পণ্য বিক্রেতা ডলার জেনারেল, জার্মান সুপার মার্কেট, ট্রেডার জো'স প্রভৃতি।
করোনায় এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পাওয়ার সাথে সাথে স্বাস্থ্যকর্মী নার্সিং হোমের বাসিন্দাদের করোনার টিকা দেয়া হবে পরবর্তীতে ৭৫ বছর বয়স বেশি মানুষেরা এবং জরুরী খাতের কর্মীরা।
করোনা এই মহামারিতে পুরো বিশ্বের আক্রান্ত দেশগুলি অর্থনৈতিক ব্যাপকভাবে পিছিয়ে পড়া লক্ষ্য করা গেছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র এত বড় অর্থনৈতিক দেশ হওয়া সত্ত্বেও তাদের অর্থনৈতিক হুমকির দিকে দেখা যায়। করোনা সংক্রমণ রোধে প্রায় প্রতিটি দেশে লকডাউন জারি করা হয়। সেই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে লকডাউন জারি করা হয়। আর এই লকডাউন এর কারণে লাখ লাখ মানুষ চাকরি চ্যুত হয়ে যায়। কিন্তু নিম্নবিত্তরা লকডাউন এর কারণে সমস্যা পড়লেও উচ্চবিত্তরা লকডাউনের মধ্যে অর্থনীতি ভাবে এগিয়ে গেছে।