আন্তর্জাতিক
কত টাকা বেতন পাবে জো বাইডেন?

বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের রাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ৪৬ তম প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন। জো বাইডেন কত টাকা বেতন পাবে এই নিয়ে মানুষের মাঝে জল্পনা-কল্পনার শেষ নেই। এছাড়াও স্বপ্নের হোয়াইট হাউসে তার জন্য কি কি সুবিধা অপেক্ষা করছে ।
কত টাকা বেতন পাবে জো বাইডেন?

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দায়িত্ব থাকা একজন প্রেসিডেন্টের বছরের বেতন হিসেবে ৪ লাখ ডলার অর্থাৎ মাসে ২৮ লাখ টাকার বেশি বেতন পেয়ে থাকে। এছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৫০ লাখ ডলার, বেড়ানোর জন্য ১০ লাখ ডলার এবং বিনোদন ভাতা হিসেবে ১৯ হাজার মার্কিন ডলার দিয়ে থাকেন। এছাড়াও হোয়াইট হাউজের নতুন বাসিন্দা হিসেবে হোয়াইট হাউস সাজানোর জন্য এক লাখ ডলার পাবে জো বাইডেন।
এছাড়াও আর কি কি সুবিধা থাকবে?
প্রেসিডেন্টের সার্বক্ষণিক চলাফেরার জন্য তৈরি থাকে একটি উড়োজাহাজ। উড়োজাহাজের ভিতরে চার হাজার বর্গফুট জায়গা আছে। রয়েছে চিকিৎসা কক্ষ, এছাড়াও প্রেসিডেন্টের সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গা। সেই সাথে রয়েছে কম করে ১০০ জনের খাওয়ানোর ব্যবস্থা
কেমন গাড়ি ব্যবহার করবে জো বাইডেন?

বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট যে গাড়ি ব্যবহার করে তাকে বলা হয় দ্য বিস্ট। এই গাড়িটি সর্বক্ষণ গোয়েন্দা বিভাগের নজরে থাকে
পেনশন কি পাবে প্রেসিডেন্ট?
পেনশন হিসেবে অনেক বড় অঙ্কের টাকা পেয়ে থাকে প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউজের বাসিন্দা হিসেবে ২৪ ঘন্টা নিরাপত্তারক্ষী চিকিৎসা ব্যবস্থা থাকলেও থাকে না কোন ছুটি।