বিনোদন
"কেজিএফ : চ্যাপ্টার টু" বিক্রি হলো ৯০ কোটিতে

'কেজিএফ' সিনেমা নিয়ে মাতামাতির শেষ নেই। উপমহাদেশের বেশ কয়েকটি দেশে ব্যাপক সারা ফেলেছে দক্ষিণ অঞ্চলের তারকা যশ, ভারতের কথা না হয় নাই বললাম। অথচ প্রথম যখন ছবিটি তৈরি হয়েছিল কেউ ভাবি নি ছবিটা নিয়ে এত মাতামাতি হবে।
এক পরিসংখ্যান বলছে, প্রযোজকদের এই সিনেমাটি তৈরি করতে যা ব্যয় হয়েছে, তার ৩৫ গুণ বেশি টাকা ছবিটি থেকে ব্যবসা করেছে। 'কোলার গোল্ড ফিল্ড'বা' 'কেজিএফ'সত্যিই একটা স্বর্ণের খনি। তার আগেই অবশ্যই হিন্দি স্বত্ত্ব কিনে ফেলেছিলেন ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি।
তবে 'কেজিএফ' দ্বিতীয় চ্যাপ্টার টি কিনতে তাদের খরচ করতে হয়েছে মোটা অংকের টাকা।
তবে এর আগে 'এক্সেল ইন্টারটেইমেন্ট'এর তরফে রীতেশ ও ফারহান যখন কেজিএফ সিনেমাটির হিন্দি স্বত্ত্ব কেনেন তখন কেউই মনে করেনি সিনেমাটি দিয়ে এত বড় বাণিজ্য করা যাবে। হতে পারে অল্প দামে সিনেমাটির স্বত্ব বিক্রি করে আক্ষেপ করেছেন প্রযোজকরা।
তবে প্রযোজকরা সে আক্ষেপ করতে চান না। তাই কেজিএফ চ্যাপটার টু এর চাহিদার কথা মাথায় রেখেই ছবিটি ৯০ কোটিতে বিক্রি করা হয়েছে।
প্রথম সিনেমাটি খুব কম টাকায় হিন্দি স্বত্ব বিক্রি করা হয়েছিল। কিন্তু এবার আর এই ভুলটা করতে চাননা সিনেমাটির প্রযোজকরা।
প্রথম সিনেমার সময় খুবই অল্প টাকায় হিন্দি স্বত্ত্ব বিক্রি হয়েছিল। কিন্তু কেজিএফ চ্যাপ্টার টু এবার আর স্বল্প মূল্যে বিক্রি করা হবে না। কন্নড় ভাষার ক্ষেত্রে প্রায় ৭ গুণ বেশি অর্থলগ্নী করতে হচ্ছে। তাই হিন্দি স্বত্বের জন্য বেশি অর্থ ব্যয় করতে হবে এটাই স্বাভাবিক।
'কেজিএফ'-এর দ্বিতীয় পর্বের টিজার মুক্তি পেয়েছে। দক্ষিণের সুপারস্টার যশের কেজিএফ সিনেমা দ্বিতীয় টিজার মুক্তি পথে। প্রযোজকদের দাবি ,'কেজিএফ'-এর থেকে দর্শকের চাহিদা বেড়ে গেছে। দ্বিতীয় পর্বটি তাদের আশা পূরণ করবে বলে আশাবাদী নির্মাতারা।