সারাদেশ
চাঁদপুরের হাইমচরে আগুনে পুড়ে এক শিক্ষিকার মৃত্যু।

শুক্রবার ভোরে আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরকার জানান।
নিহত শিখা রানী মজুমদার (৫৪) স্থানীয় ফিরোজা কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষিকা হিসেবে ছিলেন।
নিহত শিখা রানী মজুমদার সম্পর্কে জানতে চাইলে তার ভাবি সবিতা রানী মজুমদার বলেন, বাড়িতে আমি আর শিখা থাকতাম।ভোরে চিৎকার শুনে উঠে দেখি পাশে শিখা নাই আমি এদিকে ওদিকে তাকে খোঁজ করে না পেয়ে বাইরে আসলে শেখার গায়ে আগুন ধরা অবস্থায় দেখতে পায়।
এছাড়া তিনি আরও জানিয়েছে, শিখার সাথে তেমন কারো বিরোধ নেই। কিভাবে এমন ঘটনা ঘটলো এই সম্পর্কে তার জানা নেই। তবে কাউকে আমি সন্দেহ করছি না।
এছাড়াও তিনি জানিয়েছে পাশের বাসার শোভারানী জালিয়েছে, ভোরে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি শিখা গায়ে আগুন জ্বলছে তখন আমি অন্য কাউকে দেখিনি। কিন্তু চিৎকারের পরে স্থানীয় লোক এগিয়ে আসে।
পরিদর্শক সুব্রত বলেন, শিলার বড় ভাই সকতী মজুমদার মারা যাওয়ার পর ভাবি সবিতা সাথেই থাকতো শিখা।কিন্তু এমন একটি ঘটনা ঘটে যাবে এ বিষয়ে কখনো ধারণা করতে পারেনি সবিতা রানী। প্রাথমিকভাবে সবাই বলছে আগুনে পোড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু আগুন কিভাবে লেগেছে তা এখনো নিশ্চিত নয়। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।