সারাদেশ
অনেক কথা শুনতে হয়, এসব কথায় কান দিলে চলে না: প্রধানমন্ত্রী

সরকার মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করোনা ভাইরাসের টিকা আনার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে বা যারা এর সমালোচনা করছে, তাদের কথায় গুরুত্ব দেওয়ার কিছুই নেই।
১০ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষই বলেছে বাংলাদেশে ভ্যাকসিন আসবে না। অনেক উন্নত দেশেও আনতে পারেনি। কিন্তু আমি কোন দিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড় এবং মানুষের জীবন।
করোনা ভাইরাসের সময়ে আমরা করণা টিকা আনতে সক্ষম হয়েছি। আমার টিকাদান কর্মসূচি শুরু করেছি। অনেক কথা শুনতে হয়, এসব কথায় কান দিলে চলে না: প্রধানমন্ত্রী
আজ প্রায় ১ লাখের বেশি মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন নিয়ে মানুষের মনে অনেক আশঙ্কা ছিলো। তবে এখন এ আশঙ্কা মানুষের মনে আর নাই। অনেকেই ভ্যাকসিন নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "জাতির পিতার নেতৃত্বে সব সময় আন্দোলনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করে। তাদের হাত ধরে উন্নতির শেখরে পৌঁছাবে বাংলাদেশ। জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলব আমরা ইনশাল্লাহ।"
এজন্য তরুণদের সব সময় প্রস্তুত থাকার জন্য তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমাদের বয়স তো হয়ে গেছে। আজকের তরুণরাই তো আগামী প্রজন্ম এবং প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
গরিব-দুঃখীদের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করার কথা অনুষ্ঠানে উল্লেখ করেন শেখ হাসিনা।