
ঢাকা ১৮ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা প্রশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সদস্যের ডাকসু ভিপি নুরুল হক নুর।
নুর বলেছেন, ভোট করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু ঢাকা -১৮ আসনের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর কারণে এ আসনটি ফাঁকা আছে। ঢাকার উত্তরা বিমানবন্দরের এই গুরুত্বপূর্ণ আসনটি সব দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ । নূর জানান নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চায় তিনি।
নুর আরো জানান, তিনি কোন দলের মনোনয়নে বা ব্যানারে ভোট করতে চায় না। তবে কোন দল যদি তাকে সমর্থন করে সেটিকে তিনি স্বাগতম জানাবেন। এছাড়াও তিনি ঢাকা-১৮ আসনে প্রার্থী হওয়ায় যদি অন্য দল প্রার্থী না দেয় এটা কেউ তিনি স্বাগত জানাই।
নির্বাচন করলে ডাকসুর পদ ছাড়তে হবে কিনা এমন প্রশ্নে নূর জানান, ডাকসুতে তাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে । করোনার কারণে নির্বাচন না হওয়ার জন্য এখনো তিনি দায়িত্ব পালন করছেন । ভোটে দাঁড়ানো নিয়ে পথ ছাড়া না ছাড়ার বিষয়টা এত গুরুত্বপূর্ণ নয়।
ছাত্র জীবন শেষ না হতেই জাতীয় নির্বাচন অংশ নেওয়ায় এই যুক্তি ও এক প্রতিবেদককে কাছে তুলে ধরেন ডাকসু ভিপি নুর। তিনি জানান দেশে গণতন্ত্র নাই। জনগণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এই কারণেই ভোটকেন্দ্রে যেতে জনগণের এতো অনীহা। গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। এই কারণে জনগণকে সম্পৃক্ত করে ভোটের দিন ভোটার কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানান এই তরুণ নেতা।