সারাদেশ
নিজের গাওয়া গানে নিজেই মডেল হলেন হিরো আলম।

কিছুদিন ধরে আমাদের সকলের প্রিয় আশরাফুল আলম অর্থাৎ হিরো আলম তার নিজের কন্ঠে অনেকগুলো গান আমাদের সকলের মাঝে উপহার দিয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি তিনি অনেক বাংলা ছায়াছবি সহ হিন্দি গানের মডেলিং করছেন কিন্তু এই প্রথম তিনি তার নিজের গানের সাথে নিজেই মডেলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
তার নিজের গাওয়া গানের মধ্যে সবথেকে জনপ্রিয়তা পেয়েছেন বাবু খাইছো গানটি এই গানের জনপ্রিয়তা আকাশ সমান করেছেন ঠিক । কিন্তু অনেক তর্ক বিতর্ক মধ্যে পড়েতে হয়েছে।
তার গান কিংবা মডেলিং নিয়ে ইতিপূর্বে অনেকে অনেক ট্রল করেছেন,। কিন্তু তিনি জানিয়েছেন এটা নিয়ে তার কোন প্রকার মাথাব্যথা নাই। তিনি আরো বলেছেন আমার গান কিংবা মডেলিংয়ের জন্য আমি অন্য কোন চ্যানেল বা ইউটিউব এর কাছে যাব না আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি আমার গানটি দিব যার কাছে ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না তার দেখার কোন প্রয়োজন নাই।
তিনি তার নিজের গাওয়া গানটি মডেলিংয়ের জন্য বেছে নিয়েছেন আর একটা জনপ্রিয় মডেলিং নুসরাত কে । নুসরাত ইতিপূর্বে আশরাফুল আলম হিরো আলমের সাথে অনেকগুলো মডেলিং গান করেছেন। এবার তার নিজের গাওয়া গানের সাথে মডেলিং করবে দুই জনপ্রিয় শিল্পী। তিনি বলেছেন তার মডেলিং সবার কাছে ভালো লাগবে।
অল্প কিছুদিনের মধ্যেই আমরা হিরো আলমের নিজের কণ্ঠে গাওয়া গানের মডেলিং দেখতে পাবো তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।